আবহাওয়া ব্রেকিং নিউজ রাজ্য

স্বাধীনতা দিবসে ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়ায়।

ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায়। এই ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।

সন্ধ্যার দিকে প্রবল বৃষ্টি হতে পারে হুগলি, বীরভূম, পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান ও দুই ২৪ পরগনায়। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ১৬ আগস্ট পর্যন্ত। এদিন কলকাতা ও তার আশেপাশের এলাকায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

হাওয়া অফিস সূত্রে খবর, এদিন বেলা ১২টার পর কলকাতা ও তার আশেপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল। সেইসঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আগামী শনিবার পর্যন্ত এমন দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গে।

অন্যদিকে, উত্তরবঙ্গে আরও দুই থেকে তিন দিন প্রবল দুর্যোগ চলতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং-এই তিন জেলাতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। শনিবার থেকে উত্তরবঙ্গের নীচের দিকের তিন জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমতে পারে।