আবহাওয়া লিড নিউজ

নিম্নচাপ! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

নিম্নচাপের জেরে শনিবার ভোররাত থেকেই দুর্যোগ শুরু দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়া বদলাতে শুরু করে। এদিন দুপুরের পর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। একইভাবে শনিবার ভোর থেকেই দুর্যোগ শুরু হয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

জানা গিয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার পর্যন্ত। উপকূলের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টা শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত মেঘলা থাকবে। সেইসঙ্গে দিনভর ভারী বৃষ্টির হবে। একইসঙ্গে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

পূর্বাভাস বলছে, শনিবারও সকাল থেকেই শহর কলকাতার আকাশ মেঘলা। ভোররাত থেকেই কলকাতা ও তার আশেপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ এই মুহূর্তে ওড়িশার উপকূলে অবস্থান করছে। যার কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে। ইতিমধ্যেই লালা সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা ও হুগলিতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি কলকাতা, হাওড়া এবং পূর্ব বর্ধমান জেলায়। শনিবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূমে। ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমেও।