জম্মু ও কাশ্মীরে প্রবল ও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাল জম্মু ও কাশ্মীরের আঞ্চলিক আবহাওয়া দফতর। আগামী তিনদিন ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলে খবর। এই সময়ে মেঘভাঙা বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগেরও সম্ভাবনা রয়েছে। সোমবার সকালেই হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছে জম্মু ও কাশ্মীরের নানা প্রান্ত। এই পরিস্থিতিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে।
শ্রীনগরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ দিন সমগ্র জম্মু ও কাশ্মীরে ভারী বৃষ্টি প্রত্যাশিত। এর ফলে আকস্মিক বন্যা, মেঘভাঙা বৃষ্টি, ভূমিধস, কাঁদামাটির ধস, পাহাড় থেকে পাথর গড়িয়ে আসার মতো ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে।