শনিবারের পর রবিবারও দক্ষিণবঙ্গে সকাল থেকে মুষলধারে বৃষ্টি অব্যাহত। জানা গেছে, রবিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির আশপাশে থাকতে পারে।
হাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
পাশাপাশি এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদার বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।