দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার মধ্যে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী তিন-চার দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। বিক্ষিপ্ত ভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। দু-এক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিন কলকাতা ও তার আশেপাশের এলাকায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হলেও তাপমাত্রার তেমন হেরফের হবে না বললেই চলে। একই সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকতে পারে।সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পাশাপাশি সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও পূর্ব-পশ্চিম অক্ষরেখা। যার কারণে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন সকাল থেকেই কলকাতা ও তার আশেপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সেইসঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।
এদিকে, বৃষ্টির জেরে শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও ধীরে ধীরে কমতে শুরু করেছে। সোমবার উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলির কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে।
বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে একাধিক জেলায়। এদিকে, উত্তরবঙ্গে আরও দুই থেকে তিন দিন প্রবল দুর্যোগ চলতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং-এই তিন জেলাতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস।