রাজ্য লিড নিউজ

রাজ্যজুড়ে তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস: উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা

শীতল হয়েছে পরিবেশ। ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলেছে অনেকটাই। আকাশ কালো করে বৃষ্টি নেমেছে। হাওয়া অফিস জানিয়ছে, আগামী বুধবার পর্যন্ত রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সেই সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে। কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে উত্তরবঙ্গে। আগামী কয়েকদিন পাহাড়েও মুষলধারে বৃষ্টির সম্ভাবনা আছে।

আবহাওয়াবিদরা বলছেন, এ বছর নাগাড়ে বৃষ্টি নাও হতে পারে। তবে শিলাবৃষ্টি বেশি হবে। যেভাবে গরম বেড়েছে ও ঘন ঘন আবহাওয়া যেভাবে পরিবর্তন হচ্ছে, তাতে একটানা বৃষ্টির সম্ভাবনা কম। তবে বজ্রপাতের সম্ভাবনা অনেক বেশি বলে সতর্কও করছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গে সোমবার শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি।

দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরের আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ এবং দক্ষিণ ছত্রিসগড়ের উপর তৈরি হয়েছে জোড়া ঘুর্ণাবর্ত। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। ফলে বুধবার পর্যন্ত রাজ্যে ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।