দেশ ব্রেকিং নিউজ

ফের ভারী বৃষ্টি! আতঙ্ক রাজধানীতে

ফের ভারী বৃষ্টি শুরু হয়েছে রাজধানী দিল্লির বিভিন্ন জায়গায়। যার কারণে প্লাবিত হয়েছে বহু এলাকা। রাস্তাঘাট এখনও জলমগ্ন। যমুনার জলস্তর ক্রমশ বাড়ছে। দিল্লিতে বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বললেই চলে। তারই মধ্যে বন্যার জমা জলে ডুবে মৃত্যু হয়েছে এক শিশুর।

জানা গিয়েছে, বাড়ির সামনে জমা জলে ডুবে যায় শিশুটি। হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি একরত্তিকে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনজীবন। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নিচু এলাকাগুলো। রাস্তাঘাটে এক হাঁটু জল দাঁড়িয়ে আছে। কিছুদিন আগে তাজমহলের দেওয়াল ছুঁয়ে গিয়েছিল বন্যার জল। বন্যা পরিস্থিতির জেরে দিল্লির রিং রোডের সিভিল লাইন, মঞ্জুকা টিলা, কাশ্মীরি গেট সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এই এলাকা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন থেকে মাত্র ৫০০ মিটার দূরত্ব। যা কার্যত জলের নীচে ডুবে গিয়েছে।

যদিও গত কয়েকদিন ধরে রেকর্ড হারে বৃষ্টিপাতের কারণে ভাসছে রাজধানী। বিগত ৪৫ বছরের রেকর্ড ভেঙে যমুনা নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। রীতিমতো ফুঁসছে যমুনা নদী। শনিবার রাত থেকে আরও বেড়েছে যমুনা নদীর জলস্তর। হরিয়ানার হাতনিকুণ্ড বাঁধ থেকে জল ছাড়ার জেরে পরিস্থিতি আরও বেগতিক হয়ে উঠেছে। পরিস্থিতি এতটাই খারাপের দিকে গেছে যে শহরেও জল ঢুকছে হু হু করে। এমনকী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন সংলগ্ন এলাকাও ভাসছে যমুনা নদীর জলে। এই জরুরি অবস্থায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানী শহরে। জানা গিয়েছে,হরিয়ানার বাঁধ থেকে বিপুল পরিমাণ জল ছাড়ার কারণেই দিল্লিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। বন্যা পরিস্থিতির জেরে দিল্লির রিং রোডের সিভিল লাইন, মঞ্জু কা টিলা, কাশ্মীরি গেট সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুমও খোলা হয়েছে।