ফের ভয়াবহ ধস নামল সিকিমে। দক্ষিণ সিকিমের নামচি জেলার ইয়াং ইয়াং অঞ্চলে আচমকাই এই ধস নামে। যার জেরে এলাকার প্রায় ৬৫টিরও বেশি পরিবারের ২৫০ জনকে রাতারাতি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই ধসের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়াং ইয়াং অঞ্চলের রাস্তা-ঘাট। অন্যদিকে দক্ষিণ সিকিমে এই মুহূর্তে বহু পর্যটক রয়েছে। ভয়াবহ এই ধসের জেরে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা।
এর আগে চলতি বছরের অক্টোবর মাসেই উত্তর সিকিমের বেশ কিছু জায়গায় ধসের জেরে আটকে পড়েন বহু পর্যটক। সেসময়ও রাতারাতি তাঁদেরকে গ্যাংটকে নিরাপদে স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেনাদের সাহায্যে উদ্ধারকাজ চালাতে হয় সিকিমে।
এর পাশাপাশি ভারতীয় সেনার তরফে দুর্গম পরিস্থিতির মধ্যেই পর্যটকদের দিতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। পর্যটকদের লাচেন, লাচুং, চুংথাং এলাকা থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠানো হয়। এমনকী পর্যটকদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়। সিকিম পুলিশও সাহায্যের হাত বাড়িয়ে দেন।