মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল শতাধিক মানুষের। মায়ানমারের একটি পাথরের খাদানে ভয়াবহ ধস নামায় ১১৩ জন প্রাণ হারিয়েছেন। এখনও পর্যন্ত ওই খনিতে কতজন নিখোঁজ রয়েছে তার হদিশ করতে পারেনি প্রশাসন। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে মায়ানমার সরকার। তবে খনিতে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের জন্য যুদ্ধকালীন তত্পরতায় চলছে উদ্ধারকাজ।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কাচিন রাজ্যের পাথরভর্তি পাক্তান এলাকার খনিতে। দমকল বিভাগের একটি ফেসবুক পোস্টে এই ভয়াবহ ধসের কথা তুলে ধরা হয়েছে। লাগাতার ভারী বৃষ্টিতেই এই বিপর্যয় ঘটেছে। ওই খনিতে শ্রমিকরা গয়নায় ব্যবহৃত পাথর সংগ্রহ করে। প্রবল বৃষ্টিতে কাদার স্রোতে চাপা পড়ে যান কর্মরত শ্রমিকরা। এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মায়ানমারে। এখনও পর্যন্ত ১১৩ জনের দেহ উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ বহু শ্রমিক।
সোশ্যাল মিডিয়ায় ভূমি ধসের এবং কাদার স্রোতে বেহাল উপত্যকার ছবি ভাইরাল হয়েছে। উদ্ধারকারী দল কীভাবে কাদায় ভর্তি খনি থেকে দেহ উদ্ধার করছে, তার ছবি ছড়িয়ে পড়েছে। তথ্য মন্ত্রকের এক স্থানীয় অফিসার তার লিন মুয়াং সংবাদসংস্থা রয়টার্সকে জানান, সরকারি হিসেবে এখনও পর্যন্ত ১০০ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। কাদার নীচে বহু দেহ আটকে রয়েছে। তাঁদের উদ্ধার করা হলেই মৃতের সংখ্যা আরও বেড়ে যাবে।
