আবার বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠল জেলা। দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি বড় আকার ধারণ করল। আর তাতেই ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের বেলডাঙা। পরপর বোমার শব্দে গোটা এলাকা কেঁপে উঠল। বোমার শব্দে কান পাতা দায় হয়ে উঠেছিল। আতঙ্কে বাড়ির বাইরে বেরোতে কেউ সাহস পেল না। অধীর গড়ে এই বোমাবাজির ঘটনা কারা ঘটাল তা নিয়ে ধন্দে পুলিশ।
এদিকে বেলডাঙা থানার বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের হিজুলি গ্রামে দুই গোষ্ঠীর সংঘর্ষে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বোমাবাজি ও ভাঙচুরের অভিযোগ উঠেছে দু’পক্ষের বিরুদ্ধেই। স্থানীয় সূত্রে খবর, কংগ্রেস–তৃণমূলের এলাকা দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি হয়। যদিও কংগ্রেস খুনের রাজনীতি করে না বলে তাদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের পক্ষ থেকেও এই ঘটনায় কেউ জড়িত নয় বলে জানানো হয়েছে। ফলে কে তাহলে বোমা কাকে মারল তা নিয়ে প্রশ্ন উঠছে।
অন্যদিকে এলাকা থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু তাজা বোমা। এলাকা দখলকে ঘিরেই দু’পক্ষের সংঘর্ষ বলে খবর পাওয়া গিয়েছে। এই ঘটনার আগেও একাধিকবার বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। এলাকায় চাপা উত্তেজনা ছিলই। তবে মঙ্গলবার বেশি রাতে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনায় বেশ কয়েকজন আহন হয়েছে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় পুলিশ টহল দিচ্ছে।
