তীব্র দাবদাহে পুড়ছে রাজ্যবাসী। আপাতত বেশ কয়েকদিন বাতাসে এই আগুন বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস।আপাতত তীব্র গরম আর অস্বস্তিকর আবহাওয়ার কোনও পরিবর্তন হচ্ছে না। আগামী কয়েকদিনে আরও বাড়বে তাপমাত্রা। তাপমাত্রা পেরিয়ে গেল ৪০ ডিগ্রি সেলসিয়াস।
আজ, রৌদ্রজ্জ্বল থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনোরকম সম্ভাবনা নেই বলে জানা গেছে। দক্ষিনবঙ্গের প্রায় সবকটি জেলাতেই শুকনো থাকবে আবহাওয়া। কলকাতাতেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। এদিন কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৯° সেলসিয়াস এবং ২৭° সেলসিয়াস। আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৯° এবং ২৭° সেলসিয়াস। তীব্র দাবদাহে পুড়বে দক্ষিণের জেলাগুলি।
উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গেও আগামী তিন দিন ধীরে ধীরে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
অন্যদিকে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের সাত জেলায় তাপপ্রবাহ চলতে পারে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমানে তাপপ্রবাহ হতে পারে বলে জানা গেছে। অর্থাত্, এই সাত জেলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত কোনও রকম স্বস্তিই নেই দক্ষিণবঙ্গবাসীর জন্য। বরং উত্তরোত্তর বাড়বে গরম এবং অস্বস্তি।