দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অত্যধিক গরম বাড়তে শুরু করবে, গরমের দাপট ভালোই বোঝা যাবে মহানগরী তিলোত্তমায়। রোদের তেজ অবশ্য সোমবার থেকেই ভালো টের পাওয়া গিয়েছে। আবহবিদরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আপাতত গরমের হাত থেকে আগামী তিন দিন নিস্তারের আশা নেই।
মঙ্গলবার থেকে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে। আবহবিদেরা জানাচ্ছেন, আগামী কয়েকদিনে কালবৈশাখী অথবা ঝড়-বৃষ্টি না হলে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে পারে আরও ২-৪ ডিগ্রি। আর যদি তা হয়, তবে বৈশাখের প্রথম সপ্তাহেই বাংলার তাপমাত্রার পারদ ছুঁয়ে ফেলবে ৪০ ডিগ্রি সেলসিয়াস। যা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার থেকে কিছুটা বেশিই।দক্ষিণবঙ্গে তাপমাত্রা উর্ধ্বমুখী হলেও উত্তরবঙ্গের জন্য স্বস্তির খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২১ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের ৮টি জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।