আবহাওয়া ব্রেকিং নিউজ

রাজধানীতে তাপপ্রবাহের সর্তকতা

উত্তর-পশ্চিম ভারতে অত্যধিক গরম ও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ৪-৫ দিন তীব্র দহনজ্বালায় নাজেহাল হতে চলেছে পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লি। জাতীয় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও পৌঁছতে পারে।

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ১৮-২০ মে থেকে দাবদাহের পরিস্থিতি তৈরি হবে পূর্ব এবং মধ্য ভারতেও। হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান ও দিল্লিতে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম রাজস্থানের কিছু অংশে ২০ মে পর্যন্ত এবং পঞ্জাব, হরিয়ানা ও দিল্লিতে ১৮-২০ মে পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

শনিবার জাতীয় রাজধানীতে পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, পঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি এবং রাজস্থানের কয়েকটি বংশালে তাপপ্রবাহের অবস্থা হতে পারে। ২০ মে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, গুজরাট, সৌরাষ্ট্র এবং কচ্ছের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের অবস্থার সম্ভাবনা রয়েছে।