কলকাতা ব্রেকিং নিউজ রাজ্য

তাপ প্রবাহ কোন কোন জেলায়? জেনে নিন

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য এবার তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করল আইএমডি। দু-এক দিন সামান্য তাপমাত্রা কমলেও এবার ফের একবার বাড়বে গরম। যার জেরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বর্তমানে উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসছে শুষ্ক পশ্চিমা বায়ু। এর জেরেই বাড়ছে তাপমাত্রা। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। আগামীকাল তাপপ্রবাহের লাল সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। পাশাপাশি তাপপ্রবাহের অসহ্যকর পরিস্থিতি হুগলী, বীরভূম, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমানেও বজায় থাকবে। জারি রয়েছে কমলা সতর্কতাও।

কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা আপাতত নেই। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৪০ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আপাতত দুই বঙ্গের কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই।