হৃদযন্ত্রে সমস্যার কারণেই মাত্র ৩৩ বছর বয়সে প্রাণের খেলা ফুটবল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার সের্জিও আগুয়েরো।
ম্যানচেস্টার সিটি-তে দশ বছর কাটানোর পর বার্সায় যোগ দেন আগুয়েরো। চলতি বছরের অক্টোবরে আলাভাসের বিরুদ্ধে ১-১ ম্যাচে বার্সার হয়ে নেমেছিলেন তিনি। সেই ম্যাচের ৪২ মিনিটে তুলে নিতে হয় খর্বকায় এই স্ট্রাইকারকে। জানা যায়, হৃদযন্ত্রে সমস্যা হয়েছে আগুয়েরোর। হৃদযন্ত্রের সমস্যার জন্য তাঁর ফুটবল জীবন ঝুঁকিপূর্ন। জীবনের ঝুঁকি আর নিতে চাননি তিনি। তাই কঠিন সিদ্ধান্তটা নিতে বাধ্য হলেন আগুয়েরো।
প্রানের চেয়ে প্রিয় ফুটবলকে বিদায় দিতে আবেগপ্রবণ হয়ে পড়েন আগুয়েরো। তিনি বলেছেন, “নিজের স্বাস্থ্যের কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত আমাকে নিতে হয়েছে। দেড় মাস আগেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। মাঠে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হই। তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।” পাঁচ বছর বয়সে ফুটবলে পা দেওয়ার সময়েই এমন দুর্দান্ত এক পেশাদার জীবনের স্বপ্ন দেখেছিলেন আগুয়েরো। সেই বর্ণময় ফুটবল জীবনেই ইতি টেনে দিলেন আগুয়েরো।
উল্লেখ্য, আর্জেন্টিনার হয়ে ১০১ টি ম্যাচ থেকে ৪১ টি গোল করেছিলেন এই আর্জেন্টাইন তারকা। কোপা আমেরিকা জয়ী আলবিসেলেস্তে দলের সদস্য ছিলেন আগুয়েরো। ম্যান সিটির জার্সিতে ১৮৪টি গোল করেন তিনি। ২৭৫টি ম্যাচ খেলেছেন। তার আগে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ১৭৫টি ম্যাচ থেকে ৭৪টি গোল করেন আগুয়েরো। বার্সার হয়ে মাত্র ৪টি ম্যাচ খেলেছেন। গোল করেন একটি।