ব্রেকিং নিউজ রাজ্য

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল RG Kar মামলার শুনানি

দেড় মাস পর নতুন প্রধান বিচারপতির বেঞ্চে আরজি কর মামলার শুনানির জন্য মুখিয়ে ছিল গোটা দেশ। সকাল থেকেই জল্পনা শোনা যাচ্ছিল নতুন কোন মোড় নিতে পারে এই মামলা। তবে সেই সব জল্পনাকে উড়িয়ে ফের একবার পিছিয়ে গেল আরজি করে সুপ্রিম শুনানি। পরবর্তী শুনানি হবে তিন মাস পর। সর্বোচ্চ আদালতে নতুন বেঞ্চ তৈরির পর মঙ্গলবার শীর্ষ আদালতে শোনা হয় এই মামলা। সব পক্ষের বক্তব্য শোনার পর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৭ মার্চ।

ইতিমধ্যে সর্বোচ্চ আদালতে পরিবর্তন হয়েছে প্রধান বিচারপতির। ডি ওয়াই চন্দ্রচুর অবসর নিয়েছেন, তাঁর স্থানে এসেছেন সঞ্জীব খান্না। প্রধান বিচারপতির নতুন বেঞ্চে রয়েছেন আরেক বিচারপতি সঞ্জয় কুমার। এই প্রথমবার তাঁরা শুনবেন আর জি করের মতো হাই প্রোফাইল মামলা। তবে এদিন ফের পিছিয়ে গেল সেই মামলার শুনানি।