রাজ্য লিড নিউজ

পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, সব পক্ষের হলফনামা চাইল সুপ্রিম কোর্ট

সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলায় সবপক্ষের হলফনামা তলব করল সুপ্রিম কোর্ট। ১৪ ডিসেম্বরের আগেই জমা দিতে হবে হলফনামা। সোমবার এই মর্মে রাজ্য-সহ সবপক্ষকে নোটিস দেয় সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালতে রাজ্যের হয়ে সওয়াল করেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিঙভি। তিনি জানান, “বকেয়া ডিএ মেটাতে হলে রাজ্যকে বিরাট আর্থিক বোঝা টানতে হবে।” তাই বিষয়টি বিবেচনা করার আরজি জানান তিনি।

এদিকে রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের দাবি, এটা সরকারি কর্মচারীদের অধিকার। সব রাজ্যে দেওয়া হয়। দু’পক্ষের সওয়াল জবাব শোনার পর রাজ্য-সহ সকল পক্ষের হলফনামা তলব করল সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান। রাজ্য সরকার মাঝে ডিএ বৃদ্ধি করলেও এখনও কেন্দ্রের তুলনায় রাজ্যের কর্মীরা ৩১ শতাংশ কম ডিএ পান। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে ঠিক কী রায় দেয় সুপ্রিম কোর্ট, এখন সেই দিকেই তাকিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা।

প্রসঙ্গত, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারিদের বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছিল ২০২১ সালেরই ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই আবেদন পুর্নবিবেচনা করার আর্জি জানিয়েছিল রাজ্য। যদিও তা খারিজ হয়ে যায়। এদিকে তিন মাসের মধ্যে অর্থ না মেটানোর জন্য আদালতের দ্বারস্থ হয়েছিল সরকারি কর্মচারিদের সংগঠনগুলি। এদিকে আদালত অবমাননা মামলায় হলফনামা জমা দেয় রাজ্য। অবমাননার মামলা গ্রহণযোগ্য নয় দাবি করে অবশেষে সর্বোচ্চ আদালতেরও দ্বারস্থ হয় রাজ্য।