ব্রেকিং নিউজ রাজ্য

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, হতাশ রাজ্য সরকারি কর্মীরা

শুক্রবার সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। জানা গিয়েছে, আগামী ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত শুনানি পিছিয়ে গেল। এখনই এ বিষয়ে শীর্ষ আদালত কোনও সিদ্ধান্ত জানাচ্ছে না। এ নিয়ে দশমবার ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল শীর্ষ আদালতে। স্বভাবতই হতাশ হলেন মামলাকারী রাজ্য সরকারি কর্মীরা।

প্রসঙ্গত, কেন্দ্রীয় হারে বর্ধিত ডিএ -র সমতুল হারে ডিএ পাওয়ার দাবিতে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের আন্দোলন চলছে। তা এবার শীর্ষ আদালতের বিচারাধীন। তবে বারবারই সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যাচ্ছে। আর তার জেরে দিশাহীন হয়ে বারবারই হতাশ হতে হচ্ছে আবেদনকারীদের।