আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আত্মনির্ভর ভারত গড়তে ভরসা মহিলা উদ্যোক্তারা। সেদিকে তাকিয়ে আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের স্বনির্ভর করার উদ্যোগ নিল দক্ষিন দিনাজপুর জেলার হিলি ব্লকের কৃষি দপ্তর।
দারিদ্র-দুরীকরন ও মহিলাদের স্বনির্ভর করে তোলার দৌড়ে নিজেদের অবস্থান জেলা কৃষিদপ্তরের সহয়তায় আত্মপ্রকল্পের মধ্যমে ক্রমেই মজবুত করে চলেছে দক্ষিন দিনাজপুর জেলার ভারত- বাংলাদেশ লাগোয়া হিলি সীমান্তের ১০ জন এলাকার খেটে খাওয়া শ্রমজীবি মহিলাদের নিয়ে গড়ে ওঠা যমুনা স্বনির্ভর দল। তারা নিজেরা স্বনির্ভর দল গড়ে কৃষিকাজ, পশুপালন, সেলাইয়ের ব্যবসা করে নিজেদের সংসারে স্বচ্ছলতা আনার পাশাপাশি কর্মসংস্থানের মধ্যমে গ্রামীন অর্থনীতি ও৷ পরিকাঠামো গড়ে তুলতে সাহায্য করেছেন।
বিগত বেশ কিছু বছর ধরে মহিলাদের আত্মনির্ভর হিসেবে গড়ে তোলার লক্ষে সরকার বিভিন্ন প্রকল্প এর মধ্যমে প্রয়াস চালিয়ে আসছে। কিন্তু এখনও অনেক কিছু করাই বাকি। তাদের সহযোগীতা করতে এগিয়ে এসেছে কৃষি দপ্তর। তারা কৃষি কাজের সহযোগীতার পাশাপাশি তাদের আত্মপ্রকল্পের মধ্যমে গ্রামীন মহিলাদের স্বনির্ভর করার প্রয়াস চালিয়ে আসছে কৃষি দপ্তর।
জানা গেছে নমুনা স্বনির্ভর দলের 10 জন মহিলা আগে কেউ শ্রমিকের কাজ করতেন,কেউ অন্যের বাড়িতে কাজ করতেন কিন্তু নিজেদের স্বাবলম্বী করে তোলার প্রবল ইচ্ছে ছিল তাদের মধ্যে তাই তারা দশজন মিলে স্বনির্ভর দল গড়ে তোলেন। কিন্তু কিভাবে হাতে কলমে কিছু না জানায় এই মহিলারা স্বনির্ভর দল তৈরি করার পর তারা শরণাপন্ন হন কৃষি দপ্তরের। কৃষি দপ্তর উন্নতি সাধনের লক্ষ্যে তাদের প্রথমে জ্যাম জেলি ও ডালের বড়ি তৈরির কাজ শেখায়। কাজগুলি শিখে এই মহিলারা প্রথমে বরি তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি শুরু করেন। সেখান থেকে কিছুটা তারা লাভের মুখ দেখেন। এইভাবেই হিলি ব্লক কৃষি দপ্তরের সহয়তায় হিলির যমুনা স্বনির্ভর দলকে আত্মনির্ভরের পাশাপাশি তাদের আর্থসামাজিক জীবন যাত্রার নারী শক্তির উন্নয়ন করে তোলার কাজে হাত লাগিয়েছে তারা।
You must be logged in to post a comment.