ঢাক–ঢোল পিটিয়ে বাজারে নিয়ে আসা হয়েছিল করোনাভাইরাসের টিকা। কিন্তু এই টিকা নেওয়ার ঠিক পরের দিনই উত্তরপ্রদেশে মৃত্যু হল এক স্বাস্থ্যকর্মীর। ভারতে এই ধরনের ঘটনা প্রথম। আর তা নিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে ব্যাপক আতঙ্ক। যদিও এই মৃত্যুর সঙ্গে টিকাকরণ সম্পর্কিত নয় বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের এক স্বাস্থ্যকর্তা।
জানা গিয়েছে, মৃত স্বাস্থ্যকর্মীর নাম মাহিপাল সিং। ৪৬ বছরের ওই ব্যক্তি মোরাদাবাদের একটি সরকারি হাসপাতালের ওয়ার্ড বয় ছিলেন। মোরাদাবাদ জেলার চিফ মেডিক্যাল অফিসার এমসি গর্গ বলেন, ‘শনিবার ওই স্বাস্থ্যকর্মীকে টিকা দেওয়া হয়। রবিবার তাঁর শ্বাসকষ্ট শুরু হয় এবং বুকে চাপ অনুভব করতে থাকেন। আমরা ময়নাতদন্ত শুরু করেছি। কিছুক্ষণের মধ্যে রিপোর্ট আসবে আশা করি। তবে প্রাথমিক ভাবে মনে হচ্ছে মৃত্যুর কারণ টিকাকরণ নয়।’
উত্তরপ্রদেশে যোগী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হৃদযন্ত্রের সমস্যার কারণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। মাহিপালের ছেলে জানিয়েছেন, তাঁর বাবা টিকা নেওয়ার পর অসুস্থবোধ করেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সরকার পক্ষের মুখ পুড়েছে। প্রশ্ন উঠে গিয়েছে, করোনা টিকা নিয়ে।
মাহিপালের ছেলের কথায়, শনিবার দুপুর দেড়টায় টিকাকেন্দ্র থেকে বাবাকে বাড়ি নিয়ে আসি। তখন থেকেই তাঁর শ্বাসকষ্ট শুরু হয়, খুব কাশছিলেন। কিন্তু বাড়ি ফেরার পর আরও অসুস্থ হতে শুরু করেন তিনি।’ অসুস্থ হওয়া সত্ত্বেও কেন ওই ব্যক্তিকে টিকা দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
