করোনা যোদ্ধা হয়েও মিলছে না বেতন। এমনই অভিযোগে এখন তোলপাড় রাজধানী। দিল্লির হিন্দু রাও হাসপাতালের চিকিৎসকরা বেতন পাচ্ছেন না। তাই তাঁরা বকেয়া বেতন নিয়ে প্রতিবাদে নেমেছেন। বিক্ষোভকারীরা দাবি জানান, তাদের গত চার মাসের বেতন মিটিয়ে দিতে হবে। বেনজির এই ঘটনা এখন বড় আকার ধারণ করেছে।
এই বকেয়া বেতনের দাবিতে হাসপাতালের স্বাস্থ্যকর্মী–সহ চিকিৎসক–নার্সরা প্রতিবাদে যোগ দিয়েছে। আন্দোলনরত এক চিকিৎসক জানান, গত চার মাস ধরে বেতন পাইনি। তারা এখনও বলছে যে আমাদের পাওনা পরিশোধ করতে আরও দুই মাস সময় লাগবে। তারা হাসপাতালের প্রশাসনিক ব্লক সংস্কার করছে। অথচ আমাদের প্রাপ্য অর্থ দিচ্ছে না। আমরা প্রথম সারির কর্মী তবুও চিকিৎসকদের কোনও সুযোগ–সুবিধা দেওয়া হচ্ছে না।
শুক্রবার বিক্ষোভকারীরা তাদের বকেয়া বেতনের দাবিতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলে দাঁড়িয়েছে হাসপাতালেই। সকলেই বলেন, আমরা এখন হতাশ। চার মাস ধরে বেতন পাইনি। কেউ আমাদের কথা শুনছে না এবং সে কারণেই আমরা প্রতিবাদ জানাচ্ছি। হিন্দু রাও হাসপাতাল ৯০০ শয্যা দিল্লির বৃহত্তম পৌর হাসপাতাল। রাজ্য পরিচালিত হাসপাতালটিতে রয়েছে কোভিড–১৯ চিকিৎসার ব্যবস্থা।
