মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের স্বাস্থ্যসচিবকে অপসারণের কথা জানাল নবান্ন। খাদ্যসচিবের পর এবার বদল হলো স্বাস্থ্যসচিব। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব বিবেক কুমারকে বদল করে পাঠানো হচ্ছে পরিবেশ দপ্তরের সচিব করে। ওই পদে ছিলেন প্রভাত কুমার মিশ্র। নতুন স্বাস্থ্যসচিব হলেন নারায়ণ স্বরূপ নিগম।
করোনাভাইরাসের মোকাবিলায় প্রথম থেকেই একাধিক পদক্ষেপ করে আসছে রাজ্য সরকার। তবে শেষ কয়েকদিন কোভিড–১৯ আক্রান্ত এবং মৃতের সংখ্যা তুলনামূলক বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যসচিবের অপসারণ বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ১৯৯৮ ব্যাচের আইপিএস ক্যাডার নারায়ণ স্বরূপ নিগম ছিলেন পরিবহণ দপ্তরের সচিব। ওই দপ্তরে বসানো হলো পরিবেশ দপ্তরের সচিব প্রভাত কুমার মিশ্রকে।
করোনা আক্রান্তের পরিসংখ্যান নিয়ে কেন্দ্রের হিসাবের সঙ্গে রাজ্যের হিসাবের গরমিল প্রায়ই ধরা পড়েছে বলে অভিযোগ। ওই অভিযোগ খতিয়ে দেখার কথাও জানিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। তার আগে খাদ্যবণ্টন নিয়ে ক্ষোভের জেরে রাজ্যের খাদ্যসচিবকেও অপসারণ করা হয়। উল্লেখ্য, রেশন দুর্নীতি নিয়ে বিরোধীরা সুর চড়ালে খাদ্যসচিব মনোজ আগরওয়ালকে সরিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী নিজে রেশন দুর্নীতি রোখার জন্য দলীয় কর্মীদের কড়া বার্তা দেন। গণবণ্টন ব্যবস্থার একাধিক অনিয়ম প্রকাশ্যে আসায় অনেক ডিলারের লাইসেন্স বাতিল করা হয়। ৪০০ বেশি ডিলারকে শোকজ করা হয়।