দেশ ব্রেকিং নিউজ

বার্ড ফ্লু আতঙ্কে জারি সতর্কতা

করোনার বিলিতি স্ট্রেইনের আতঙ্কের মাঝেই বার্ড ফ্লু–তে কাবু দেশের সাত রাজ্য। বাংলায় এখনও পাখির মড়ক শুরু হয়নি। তবে বিপদ এড়াতে আগেভাগেই সতর্ক রাজ্য স্বাস্থ্যদপ্তর। তাই বার্ড ফ্লু নিয়ে জেলাগুলিকে আগাম সতর্কবার্তা পাঠানো হল সোমবার।
এবার দিল্লি এবং মহারাষ্ট্রে সরকারিভাবে বার্ড ফ্লু ধরা পড়ার কথা জানাল সরকার। রবিবার ওই দুই রাজ্যে শয়ে শয়ে পাখি মারা গিয়েছে বলে জানা যাচ্ছ। সোমবার ন্যাশনাল ল্যাবরেটরিতে মৃত পাখির নমুনা পরীক্ষায় করা হয়। যার রিপোর্টে মৃত্যুর কারণ বার্ড–ফ্লু।
হিমাচলপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি–সহ সাত রাজ্যে ইতিমধ্যে জাঁকিয়ে বসেছে এই এভিয়ান ভাইরাস। প্রত্যেকদিন শ’য়ে শ’য়ে পাখির মৃত্যু হচ্ছে। তবে এই ভাইরাস যাতে পাখি বা পশুদের থেকে মানুষের মধ্যে না ছড়ায় তার দিকে কড়া নজর রাখতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। উল্লেখ্য, মূলত শ্বাসনালির মাধ্যমে ছড়ায় এই ভাইরাস। এই সংক্রমণ নিয়ে সতর্ক রাজ্য স্বাস্থ্যদপ্তরও।
দিল্লির সবচেয়ে বড় পোলট্রি গাজিপুর। সেখানে ইতিমধ্যে আমদানি নিষিদ্ধ করার নোটিস পৌঁছে গিয়েছে। এখনও পর্যন্ত পাওয়া খবরে, দিল্লির পারভানি জেলায় মুরুম্বা গ্রামে শয়ে শয়ে মুরগি মারা গিয়েছে। প্রায় ৮টি পোলট্রিতে ৮ হাজারের বেশি মুরগি মারা যায়।
বার্ড ফ্লু নিয়ে রাজ্য নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। জেলাগুলিকে সতর্ক করে স্বাস্থ্যদপ্তর। জরুরি বৈঠকে বসেছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। গুজরাত, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং উত্তরপ্রদেশে প্রথম ধরা পরে বার্ড ফ্লু। যদিও বার্ড ফ্লু থেকে দেশে কোনও মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়নি। এই রাজ্যেও বার্ড ফ্লু এখনও থাবা বসায়নি। তবু আগেই রাজ্যবাসীকে সতর্ক থাকতে বলছে স্বাস্থ্যদপ্তর। বার্ড ফ্লু আক্রান্ত ৯ রাজ্যের পাখি। ছত্তিশগড়েও একাধিক পাখি–মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।