জেলা ব্রেকিং নিউজ

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু

উত্তর 24 পরগনার অশোকনগর থানার অন্তর্গত অশোকনগর মানিকতলা এলাকায় রাস্তা পারাপার করার সময় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক সাইকেল আরোহীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম পরিতোষ শিকদার। বাড়ি মানিকতলা এলাকায়। রাস্তা পারাপার করার সময় হঠাৎ একটি লরি এসে সজোরে ধাক্কা মারে পরিতোষকে। সঙ্গে সঙ্গে রাস্তার উপর ছিটকে পড়েন এবং লরির চাকায় পিষ্ট হযন। এরপর স্থানীয় বাসিন্দারা রক্তার্ত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে আসে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ। এখনো পর্যন্ত ঘাতক গাড়িটিকে ধরা যায়নি। ঘাতক গাড়িটির সন্ধান চালাচ্ছে পুলিশ। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বাসিন্দাদের দাবি, ‘দীর্ঘদিন ধরে অশোকনগর এলাকায় যশোর রোডের উপরে অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়েই চলেছে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না, প্রশাসনের কোনো হেলদোল নেই।’

এ বিষয়ে অশোকনগর কল্যাণগড় পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভগবত হালদার এর সাথে কথা বলতে গেলে তিনি জানান, ‘পৌরসভার কাছে একাধিকবার জানানো হয়েছে এবং লিখিত চিঠিও করা হয়েছে তা সত্ত্বেও এখনো পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি। রাস্তার পাশে রয়েছে একাধিক মারা যাওয়া গাছ, যেকোন মুহূর্তে তার থেকেও ঘটতে পারে দুর্ঘটনা।’