ফাইনালের আগেই বিপত্তি !মঙ্গলবার আহমেদাবাদে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএল ফাইনালে পৌঁছেছে কলকাতা নাইট রাইডার্স। এর মধ্যেই দলের মালিক শাহরুখ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।
মঙ্গলবার প্রবল গরমে কাল হাঁসফাঁস অবস্থা ছিল আমদাবাদে। ম্যাচের পরে অনেক রাত করে আমদাবাদের আইটিসি নর্মদা হোটেলে নিজের সুইটে ফেরেন নায়ক। তখন থেকেই অসুস্থতা অনুভব করেন তিনি। যদিও শুরুতে আমল দেননি। কিন্তু ভোরের দিকে অসুস্থতা বাড়তে পাঁচতারা হোটেলের পক্ষ থেকেই খবর দেওয়া হয় চিকিৎসকের কাছে। কোনও ঝুঁকি নিতে চাননি তাঁরা। শাহরুখকে সটান আমদাবাদের কেডি হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিক চিকিৎসার পরে খানিক সুস্থ বোধ করেন নায়ক। চিকিৎসকরা জানান, প্রবল গরমে ডিহাইড্রেশন থেকেই এই সমস্যা। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়।