ব্রেকিং নিউজ রাজ্য

পুনরায় চালু হল হাটিয়া-খড়গপুর ট্রেন চলাচল

দীর্ঘদিন পর পুনরায় হাটিয়া-খড়গপুর ট্রেন চলাচল শুরু হল। স্বাভাবিকভাবে খুশির হাওয়া সাধারণ মানুষের মধ্যে।

এদিন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বিষ্ণুপুর স্টেশনে রেল চালকদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান এবং নারকেল ফাটিয়ে ট্রেনের শুভ সূচনা করেন। পাশাপাশি ট্রেনে করে বিষ্ণুপুর থেকে বাঁকুড়ার সফর করেন তিনি।

প্রসঙ্গত, করোনা মহামারীর সময় থেকে বন্ধ ছিল এই ট্রেন। স্বাভাবিকভাবেই চরম সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। অনেকে এই ট্রেনে হকারি করে নিজেদের জীবন জীবিকা অতিবাহিত করতেন, তাদের মধ্যে অনেকেই আবার পেশা বদল করেছেন। নিত্য যাত্রীদের চরম সমস্যায় পড়তে হচ্ছিল। সব মিলিয়ে পুনরায় ট্রেন চালু হওয়ায় খুশির হাওয়া সাধারণ মানুষের মধ্যে।

এক রেল যাত্রী বলেন, “দীর্ঘদিন পর হাটিয়া খড়গপুর রেল চালু হওয়ায় আমরা ভীষণ উপকৃত। এর ফলে যাতায়াতের ক্ষেত্রে আমাদের আর সমস্যায় পড়তে হবে না।”

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জানান, “দীর্ঘদিন ধরে ট্রেনটি বন্ধ থাকায় সমস্যায় পড়তে হচ্ছিল আমজনতাকে। ট্রেনটিকে পুনরায় চালানোর জন্য রেলকে আবেদন জানিয়েছিলাম এবং আমাদের ডাকে সাড়া দিয়ে রেলের এই উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই।”