জেলা ব্রেকিং নিউজ

Hasnabad Crime: বোনের সঙ্গে প্রেম! সন্দেহে খুনের চেষ্টা সেনাকর্মী দাদার

বোনের সঙ্গে প্রেম করছে এক যুবক। এমন সন্দেহে যুবককে খুনের চেষ্টা করল দাদা। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হাসনাবাদ থানার শিমুলিয়া কালীবাড়ি এলাকায়।

অভিযোগ, দাদা অনুপ সরদার পেশায় সেনাকর্মী। তিনি কর্মরত রাজস্থানের যোধপুরে। ছুটিতে বাড়ি এসেছেন। বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ যুবক সবুর সরদার নিজের মেছো ঘেরী থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় ওই যুবতীর বাড়ির সামনে আসতেই পথ আটকায় যুবতীর দাদা সেনাকর্মী অনুপ সরকার, বিধান সরকার,আমরি সরকার নামে তিনজন। এরপর ওই যুবককে ধরে প্রথমে তার হাত-পা বেঁধে লোহার রড, ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। খবর, যুবকের শরীরে একাধিক অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তারপর বাড়ির পাশে ফাঁকা মাঠে আহত, রক্তাত্ব যুবককে ফেলে রাখা হয়।

ঘটনা জানাজানি হতেই যুবককে রক্তাক্ত অবস্থায় জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রথমে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তারপর তার শারীরিক অবস্থার অবনতি হলে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে আক্রান্ত যুবকের বাবা অভিযুক্ত তিন জনের বিরুদ্ধে যুবককে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে হাসনাবাদ থানার। সেই অভিযোগের ভিত্তিতে সেনা কর্মী অনুপ সরকারকে আজ ভোররাতে হাসনাবাদ থানার পুলিশ গ্রেফতার করেছে। ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

বোনের সঙ্গে প্রেম ভালোবাসা আছে বলে শুধুই কি সন্দেহ বশতঃ যুবককে খুনের চেষ্টা, না এর পিছনে পূর্বপরিকল্পিত কোন ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পর ওই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। গ্রামে টহল দিচ্ছে পুলিশ।