দেশ ব্রেকিং নিউজ

অগ্নিগর্ভ হরিয়ানা, মৃত ৬

সাম্প্রদায়িক সংঘর্ষের জেরে অগ্নিগর্ভ হরিয়ানা। দুই গোষ্ঠীর সংঘর্ষে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ৪৪টি এফআইআর দায়ের করা হয়েছে। সেই এফআইআরের ভিত্তিতে ইতিমধ্যেই ১১৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলেই জানা গিয়েছে। এবার হরিয়ানায় সাম্প্রদায়িক হিংসার আঁচ দিল্লিতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা।

ইতিমধ্যেই বিশ্ব হিন্দু পরিষদ রাজধানীর ২৩ জায়গায় জমায়েতের ডাক দিয়েছে। পরিস্থিতি যে কোনও সময় হাতের বাইরে চলে যেতে পারে বলেই জানা গিয়েছে। হরিয়ার সাম্প্রদায়িক সংঘর্ষের আঁচ যাতে রাজধানী দিল্লিতে ছড়িয়ে না পড়ে, সেজন্য বুধবার কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রবীণ আইনজীবী সিইউ সিং বুধবার এই আর্জি নিয়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের দ্বারস্থ হন। প্রধান বিচারপতি দিল্লি নিয়ে মামলাটি শোনার নির্দেশ দেন।

ইতিমধ্যেই হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ইতিমধ্যেই রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার আর্জি জানিয়েছেন। কোনও ধরনের ভুয়ো খবর যাতে রটানো না হয়, সেই আবেদনও জানান তিনি। একইসঙ্গে পুলিশের তরফে বলা হয়েছে, কোনওভাবেই যেন গুজবে কান না দেওয়া হয়। স্কুল-কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিক নিয়মেই খোলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। খোলা রয়েছে সরকারি ও বেসরকারি দফতরও।