হরিয়ানায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয় মহিলার কাছে সপাটে চড় খেলেন বিধায়ক। প্রশ্ন করেন, এতদিন কোথায় ছিলেন? এখন কেন এসেছেন? কী দেখতে এখানে এসেছেন? ঘটনাটি ঘটেছে হরিয়ানার কৈথালি এলাকায়। সারা দেশেই বর্ষা ঢুকে পড়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে কোথাও তেড়ে বৃষ্টি হলেও, কোথাও কোথাও আবার শুকনো খটখটে। প্রবল বর্ষণে ভেসে যাচ্ছে উত্তর ভারত। হরিয়ানার একাধিক জায়গা ডুবে গেছে। স্থানীয়রাও বিপর্যস্ত।
হরিয়ানায় বিভিন্ন জায়গায় বাড়ি-দোকানে জল ঢুকে গেছে, বাজারপাট বন্ধ। এমন পরিস্থিতিতে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন জননায়ক জনতা পার্টির বিধায়ক ইশ্বর সিং। তিনি এলাকায় পৌঁছতেই গ্রামবাসীরা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
বানভাসি এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয় মহিলার হাতে চড় খান ওই বিধায়ক। ওই ভিড়ের মধ্যে থেকে একজন মহিলা সপাটে ঈশ্বর সিংয়ের গালে চড় কষিয়ে দেন। প্রশ্ন করেন, এতদিন কোথায় ছিলেন? এখন কেন এসেছেন? কী দেখতে এখানে এসেছেন? আচমকা চড় খেয়ে প্রথমে হকচকিয়ে যান ওই বিধায়ক। যদিও পরে ওই মহিলাকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
উত্তেজিত জনতার মধ্যে থেকে নিরাপত্তারক্ষীরা ঈশ্বর সিংকে সরিয়ে নিয়ে যান। বিধায়ক যদিও পরে জানিয়েছেন, ‘আমি ওঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করছি না৷ আমি ওঁকে ক্ষমা করে দিয়েছি৷’ এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে মহিলার হয়ে বাহবা দিতেও ভুলছেন না অনেকেই।