হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশ করল আম আদমি পার্টি (AAP)। এবার ৯ জন প্রার্থীর নাম ঘোষণা করল AAP। এখনও পর্যন্ত AAP হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য ৯০টি আসনের মধ্যে ২৯ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, AAP-র দ্বিতীয় তালিকা প্রকাশের অর্থ হল হরিয়ানায় AAP এবং কংগ্রেসের মধ্যে জোট হওয়ার সম্ভাবনা কম। সেক্ষেত্রে উভয় দলই এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
জানা গেছে, সাধৌরা থেকে রীতা বামনিয়া, থানেসার থেকে কৃষ্ণ বাজাজ, ইন্দ্রি থেকে হাওয়া সিং, রাতিয়া থেকে মুখতিয়ার সিং বাজিগর, আদমপুর থেকে ভূপেন্দ্র বেনিওয়াল, বারওয়ালা থেকে ছাতর পাল সিং, বাওয়াল থেকে জওহর লাল, ফরিদাবাদ থেকে প্রবেশ মেহতা এবং টিগাঁও থেকে আবশ চান্দেলা আম আদমি পার্টির প্রার্থী মনোনীত হয়েছেন।