চিন–পাকিস্তানের উদ্বেগ বাড়িয়ে ভারতের হতে আসতে চলেছে অত্যাধুনিক হারপুন মিসাইল। ভারতের কাছে এই জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বিক্রিতে সবুজ সংকেত দিয়েছে আমেরিকা। আর তাতেই চাপ বাড়তে শুরু করেছে প্রতিবেশী দেশগুলিতে। কারণ এখনও চিন নানা সমস্যা করে যাচ্ছে সীমান্তে। পাকিস্তানও তলে তলে নাশকতার ছক কষছে। তখন এই ক্ষেপনাস্ত্র হাতে আসা বেশ তাৎপর্যপূর্ণ।
ভারতের কাছে হারপুন মিসাইল বিক্রির জন্য প্রয়োজনীয় ছাড়পত্র মার্কিন কংগ্রেসে পেশ করে পেন্টাগন। সহজ কথায় নয়াদিল্লি চাইলে এবার মিসাইল চুক্তি স্বাক্ষর করতে আর কোনও বাধা রইল না। চিনের উত্থান ও আগ্রাসনের মুখে ভারতের হাতে এমন একটি হাতিয়ার এলে তা যুদ্ধে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। মার্কিন কংগ্রেসে দেওয়া বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, এটি কেনার জন্য আবেদন জানিয়েছিল ভারত সরকার। এই প্যাকেজে অস্ত্রটির সঙ্গে রক্ষণাবেক্ষণ, অতিরিক্ত যন্ত্রাংশ, প্রশিক্ষণ, ইঞ্জিনিয়ারিং ও কৌশলগত মদত থাকবে। সবমিলিয়ে একটি ইউনিটের দাম পড়বে ৮২ মিলিয়ন মার্কিন ডলার।
উল্লেখ্য, ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরে দুই দেশের মধ্যে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। তখন ভারতকে ‘ডিফেন্স পার্টনার’ তথা প্রতিরক্ষা সহযোগীর মর্যাদা দেয় ওয়াশিংটন। ফলে দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক আরও গভীর হয়। জানা গিয়েছে, হারপুন মিসাইল তৈরি করবে বোয়িং। এবং তা পি-৮১ যুদ্ধবিমানে যুক্ত করা হবে। এই বিমানের নকশা তৈরি করা হয়েছে দূরপাল্লার সাবমেরিন যুদ্ধ, আকাশযুদ্ধ ছাড়াও নজরদারি, গোয়েন্দা ও প্রত্যাঘাতজনিত অভিযানের কথা মাথায় রেখে।