দেশ ব্রেকিং নিউজ

মাস্ক না পরলে জরিমানা ১ লাখ

করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করল ঝাড়খণ্ড রাজ্য সরকার। মাস্ক না পরলে ১ লাখ টাকা জরিমানা এবং লকডাউন না মানলে ২ বছরের হাজতবাস হবে বলে ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার লকডাউন লঙ্ঘনকারীদের জন্য কঠোর শাস্তি ঘোষণা করেছে রাজ্য সরকার। করোনা ঠেকাতে ঝাড়খণ্ডের মন্ত্রিসভা একটি অর্ডিন্যান্স পাশ করেছে। যেখানে বলা হয়েছে, কোভিড–১৯ প্রতিরোধে পদক্ষেপগুলি লঙ্ঘন করলে কঠোর শাস্তি পেতে হতে পারে।
কী সেই শাস্তি?‌ ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী বন্না গুপ্তা জানান, এখনও অধ্যাদেশ পূর্ণরূপে বলবত্‍‌ করা শুরু হয়নি। কাউকে জরিমানা করা হলে, তার উপর চলা মামলায় তিনি দোষী প্রমাণিত হলে তবে তাঁকে এক লাখ টাকা জরিমানা দিতে হবে। এমন নয় যে, স্পট চেকিংয়ের সময় মাস্ক না পরা অবস্থায় কেউ ধরা পড়লে তখনই তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হবে। সরকার সবরকমভাবে করোনার বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে। প্রকাশ্যে থুতু ফেললেও শাস্তির মুখে পড়তে হতে পারে।
করোনাভাইরাস নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করে, ঝাড়খণ্ড সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক সপ্তাহে তিনদিন দোকানপাট বন্ধ থাকবে। ঝাড়খণ্ড চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফজেসিসিআই) তিন দিনের এই বন্ধ ঘোষণা করেছে। উল্লেখ্য, ঝাড়খণ্ডে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৪৮৫ হয়ে গিয়েছে। তার মধ্যে চিকিত্‍‌সাধীন ৩৩৯৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩০২৪ জন। আর এখনও পর্যন্ত ঝাড়খণ্ডে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৪।