ব্রেকিং নিউজ রাজ্য

প্রয়াত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবন

প্রয়াত হলেন প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবন। শনিবার রাত ১টা নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে খবর। জানা গিয়েছে, চলতি মাসের শুরুর দিকে তাঁর জ্বর হয়। গত বুধবার তাঁর লালারসের নমুনা পরীক্ষার রিপোর্টে কোভিড–১৯ পজিটিভ আসে। তারপর থেকে চিকিৎসা চলছিল। কিন্তু শেষপর্যন্ত এই মারণ রোগের সঙ্গে যুদ্ধে জয়ী হতে পারলেন না তিনি।
গত ৪ এপ্রিল বাসুদেবনকে ভর্তি করা হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। তার দু’দিন বাদেই তাঁর করোনা পরীক্ষা করানো হয়। তবে সল্টলেকের সিডি ব্লকের বাসিন্দা বাসুদেবনের অন্যান্য ক্রনিক অসুখও ছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাঁর রিপোর্ট কোভিড পজিটিভ আসার পর থেকেই কোয়রান্টিনে রয়েছেন পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, কেমব্রিজের ক্রাইস্টস কলেজ থেকে স্নাতক হওয়ার পরে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং পিএইচডি করেন। ভারতে ফিরে কলকাতা বিশ্ববিদ্যালয়, মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ, দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া–সহ দেশের অসংখ্য প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। প্রায় এক দশক ধরে এনসিইআরটি’‌র সোশ্যাল সায়েন্স বিভাগের সিলেবাস এবং টেক্সট বুক ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি। এমনকী রুশ–ভারত বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রকের উপদেষ্টা পদেও ছিলেন তিনি।