চলছে প্রেমর সপ্তাহ, ভালোবাসার সপ্তাহ, ভ্যালেন্টাইন উইক।ভালোবাসার সপ্তাহ শুরু হয় রোজ ডে দিয়ে। তারপর একে একে আসে নানান রকম প্রেমের দিবস আর তাই নিয়ে হুলোরে মেতে থাকে সকলেই। প্রতিদিনের কাজ কর্মের মধ্যে দিয়ে ভালোবাসা কোথায় যেন হারিয়ে যায়, ফিকে হয়ে আসে সে ভালোবাসা কি নতুন করে তুলতে এই দিনগুলির বেশ গুরুত্ব রয়েছে।
আজ ১১ই ফেব্রুয়ারি, ভালোবাসার সপ্তাহের পঞ্চম দিন। আজ হল প্রমিস ডে। আজ ভালোবাসার মানুষকে জানান সঙ্গে থাকার প্রতিশ্রুতি। সম্পর্কে যখন আমরা এতে অপরকে ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করি, একে অন্যেকে নিয়ে স্বপ্ন দেখা শুরু হয়, তখনই আমরা প্রতিশ্রুতি দিই, জীবনের বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই, আর তখনই আমাদের প্রেম পূর্ণতা পায়। এই বিশেষ দিনে আমরা সেই দিকটিকেই উদযাপন করি।
তবে হ্যাঁ যদি ভালোবাসার মানুষ নাও বা থাকে তবুও প্রতিজ্ঞা করুন নিজের কাছে। নিজের জীবনকে সুন্দর করে তুলুন। নিজের পরিবারের পাশে থাকুন একজন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা।
উপহার পেতে আমাদের সকলেরই খুব ভালো লাগে। বিশেষ করে পছন্দের মানুষ যখন উপহার দেয় তখন নিজেকে বেশ স্পেশাল মনে হয়। প্রমিস ডে-তে পছন্দের মানুষকে খুশি করতে হিরের আংটির মতো ব্যয়বহুল কিছু দেওয়ার দরকার নেই। ভালবেসে যে কোনও উপহারই যথেষ্ট। সুদৃশ্য কফি মাগ, হার্ট পিলো, গ্রিটিং কার্ড, ফুল, চকোলেট এই সবই যথেষ্ট। আর নিজেকে পছন্দের মানুষের হাতে তুলে দেওয়ার চেয়ে বড় কোনও উপহার তো এমনিতেও হয় না! হ্যাপি প্রমিস ডে!