রাজ্য লিড নিউজ

আজ খুশির ঈদ, বাংলা জুড়ে উৎসবের মেজাজ

আজ খুশির ঈদ। আজ সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। তবে বৃষ্টিকে উপেক্ষা করেই শুরু হয় ঈদের নামাজ। রাজ্য জুড়ে একই ছবি ধরা পড়ল বিভিন্ন প্রান্তে।

ঈদের সামাজিক অর্থ উৎসব। আর আভিধানিক অর্থ পুনরাগমন বা বারবার ফিরে আসা। তাই প্রতি বছরই বিশেষত ইসলাম ধর্মাবলম্বীদের জীবনে ফিরে আসে ঈদ। প্রথমটি উদযাপিত হয় দীর্ঘ ১ মাস রোজা রাখার পর। যাকে বলা হয় ঈদ-উল- ফিতর বা রোজার ঈদ। আর অন্যটি আত্মত্যাগের কোরবানীর ঈদ বা ঈদ-উল-আজহা। এই দুইটি ঈদই হল মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব।

গোটা পৃথিবীতেই ইসলাম ধর্মাবলম্বীরা এই দিন খুবই আনন্দের সঙ্গে পালন করেন। সবাই এ দিন সাধ্যমতো ভালো পোশাক পরে থাকেন। ঘরে ঘরে ভোজের আয়োজন হয়। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীরাও এই আনন্দের অংশীদার হয়। আর্থিকভাবে দরিদ্ররাও এ দিনটিকে যথাযোগ্য মর্যাদা আনন্দের সাথে পালন করেন। মুসলমানরা এ দিন ঈদের দুই রাকাত নামাজ আদায় করেন। আত্মীয়-স্বজনের সঙ্গে কুশল বিনিময় করেন। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই কোলাকুলি-সহ সালাম ও শুভেচ্ছার হাত বাড়িয়ে দেয়। হাজারো বাধা বিপত্তির সম্মুখীন হলেও নামাজ পড়া থেকে বিরত থাকেন না মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।

আজ গোটা দেশ জুড়ে উদযাপিত হচ্ছে ইদ-উল-ফিতর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ঈদের। দেশবাসীকে খুশীর ইদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, আজ সকালে রেডরোডে ইদের নমাজে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।