জেলা ব্রেকিং নিউজ

হনুমানের কামড়ে হাসপাতালে ভর্তি ২০, আতঙ্ক

বসিরহাটের স্বরূপনগর ব্লকের বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতে হাকিমপুর সীমান্তের ঘটনা। পূর্ণ বয়স্ক একটি হনুমানের শাবকছানার মৃত্যু হয় এলাকার জনৈক ব্যক্তির বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে । তারপর থেকে মৃত শাবকের কথা চিন্তা করে তাণ্ডব শুরু করে ওই হনুমান। বিথারী এলাকায় শিশু মহিলা পুরুষের নির্বিশেষে কারো হাতে আবার কারও মুখে আবার কারো পায়ে কামড়ে রক্তাক্ত করে দিচ্ছে এই হনুমান। ইতিমধ্যে শিশু মহিলা সহ মোট কুড়িজনকে শাড়াফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক দেখা দিয়েছে, ওই এলাকার বাসিন্দারা জানালা দরজা বন্ধ করে রেখেছে। নিজেদের সুরক্ষিত করার জন্য ঘর থেকে বের হতে পারছে না তারা। এমনকি নিজেদের ছেলেমেয়েদের বাইরে পড়াশোনার জন্য পাঠাতেও পারছে না।

তাণ্ডবে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বীর হনুমান। বনদপ্তরকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে খাঁচা ও জাল নিয়ে ঘটনাস্থলে বসিরহাটে বনদপ্তরের বনকর্মীরা জাল ও খাঁচা নিয়ে আসেন ।ইতিমধ্যে স্বরূপনগর শাড়াপুল গ্রামীণ হাসপাতাল জখমদের চিকিৎসা শুরু হয়েছে। তাদেরকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করেছে চিকিৎসকরা। ভরদুপুরে হনুমানের তাণ্ডবে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে সীমান্তের বিস্তীর্ণ এলাকা জুড়ে ।