দেশ ব্রেকিং নিউজ

হনুমানের মূর্তি ভাঙল দুষ্কৃতিরা

যেখানে বিশাল হনুমানের মূর্তি বসানোর পরিকল্পনা চলছে, সেখানে রাতের অন্ধকারে কে বা কারা এসে ভেঙে দিল হনুমানের মূর্তি। আর সকালে তা দেখেই রেগে আগুন এলাকার বাসিন্দারা। এই ঘটনার প্রতিবাদ জানাতে বাসিন্দারা রাস্তায় নেমে পড়েন। ঘটনাটি কিন্তু ঘটেছে খোদ যোগী আদিত্যনাথের রাজ্যে। ফলে বাড়তি সমস্যা দেখা দিয়েছে। করোনা আবহে আবেগে আঘাত বলে রাস্তায় মানুষের ঢল নামায় সামাজিক দূরত্ব লাটে ওঠে।
এই কয়েকদিন আগেই অযোধ্যায় রামমন্দির নির্মাণের কাজ শুরুর জন্য ভূমি পুজো দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে সেখানে রামমন্দির নির্মাণের কাজও শুরু হয়েছে। তার মধ্যেই এমন ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তরপ্রদেশে। মন্দিরের বিগ্রহ ভাঙার ঘটনায় জড়িত কাউকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি যোগীর পুলিশ। ফলে আরও ক্ষোভ তৈরি হয়েছে মানুষের মধ্যে।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের মুজফফরনগরের সৈয়দপুরা কালা গ্রামের একটি শিব মন্দিরে বহু পুরনো একটি হনুমান মূর্তি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে কেউ বা কারা। ছটাওয়াল স্টেশন হাউসের অফিসার সুবে সিং জানান, মন্দিরের পুরোহিত পণ্ডিত বলবীরের অভিযোগ দায়ের করেছেন। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিদের নামে এফআইআর দায়ের করা হয়েছে। আশেপাশের বেশ কয়েকটি গ্রামেও পুলিশের টহল চলছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এই ঘটনার জেরে। এলাকায় উত্তেজনা ছড়াতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গ্রামবাসীদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে যথাযথ শাস্তি দেওয়া হবে। এই ঘটনার সঙ্গে জড়িত কাউকেই রেয়াত করা হবে না বলে জানিয়ে দিয়েছে যোগীর রাজ্যের পুলিশ। ওই মন্দিরে নতুন একটি হনুমান মূর্তি বসানোর উদ্যোগ নেওয়া হবে। এলাকায় শান্তি বজায় রাখার আবেদন করা হয়েছে বাসিন্দাদের। আবার স্ট্যাচু অফ ইউনিটির মতো বিশাল হনুমান মূর্তি বানানোর পরিকল্পনা চলছে। সেখানে এমন ঘটনা বেশ চাপের বলেই মনে করা হচ্ছে।