দেশ ব্রেকিং নিউজ

বিজেপি শরিকের ইস্তফা কমিটিতে

নয়া তিন কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। সেই বিক্ষোভকে সমর্থন জানিয়ে তিনটি সংসদীয় কমিটি থেকে ইস্তফা দিলেন বিজেপি’‌র জোট শরিক রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির সাংসদ হনুমান বেনিওয়াল। রাজস্থানের নাগাউর কেন্দ্রের সাংসদ সংবাদমাধ্যমে বলেন, ‘‌সংসদের যেসব কমিটিতে রয়েছি সেখানে একাধিক জনস্বার্থ বিষয় তুলছি। কিন্তু দুঃখের বিষয় হল ওইসব ইস্যুতে কোনও ব্যবস্থা নেয়নি সরকার। তাই ওই ধরনের সংসদীয় কমিটি রাখার কোনও মানে হয় না।’‌
এদিন তিনি আরও জানান, আমার প্রস্তাবিত বিষয়গুলিতে কর্ণপাত করা হয়নি। একইসঙ্গে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই বিতর্কিত কৃষি আইনগুলি প্রত্যাহার করে স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকরের দাবি জানিয়েছিলেন তিনি। উল্লেখ্য, শিল্প, পেট্রোলিয়াম এবং প্রকৃতিক গ্যাস দপ্তরের সংসদীয় কমিটির সদস্য বেনিয়াল।
কৃষকরা আন্দোলনে নামার পর থেকেই তাঁদের সমর্থন জানিয়ে আসছেন বেনিয়াল। তাঁর দাবি, কেন্দ্রের উচিত তিন কৃষি আইন বাতিল করা ও স্বামীনাথন কমিশনের সুপারিশ পূর্ণাঙ্গ কার্যকর করা। কিন্তু সরকার কৃষি আইন নিয়ে কিছু করবে না। তাই আগামী ২৬ ডিসেম্বর ২ লাখ চাষি ও যুবদের নিয়ে দিল্লিতে কৃষক আন্দোলনে যোগ দেব।