ব্রেকিং নিউজ রাজ্য

Hanskhali Incident: হাঁসখালি ধর্ষণ কাণ্ডে আদালতে অভিযুক্ত

হাঁসখালি ধর্ষণের ঘটনার নয়া মোড়! এলাকাবাসীর বিক্ষোভের চাপে পড়ে সোমবার পুলিশ গ্রেপ্তার করেছে মুল অভিযুক্ত সোহেলকে। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করে এদিন রাতেই হাঁসখালি থানার পুলিশ প্রভাকর পোদ্দার নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনার দিন অভিযুক্ত প্রভাকর ঘটনাস্থলে ছিল বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত,এই ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ করে খুন এবং প্রমাণ লোপাট সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি হাঁসখালি ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। ফলে অভিযুক্তদের শাস্তির দাবিতে আগামীকাল অর্থাৎ সোমবার বিজেপির তরফে ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দেওয়া হয়।

উল্লেখ্য,গত ৫ এপ্রিল নদীয়ার হাঁসখালিতে প্রভাবশালী এক তৃণমূল নেতার বাড়িতে তার ছেলের জন্মদিনের অনুষ্ঠানে মদ্যপানের আসর বসে।ওই জন্মদিনের অনুষ্ঠানে হাজির ছিল নাবালিকাও। সেদিনই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলেই অভিযোগ। ধর্ষণ করার পর রক্তাক্ত অবস্থায় ওই নাবালিকাকে ফেলে রাখা হয় রাস্তায়। গোপনাঙ্গের তীব্র যন্ত্রণা এবং রক্তক্ষরণের ফলে রাতেই মৃত্যু হয় ওই নাবালিকার। এরপর প্রমাণ লোপাটের জন্য তড়িঘড়ি নাবালিকাকে বাড়ির পাশে স্থানীয় শ্মশানে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। নদীয়ার হাঁসখালি থানার শ্যামনগর পূর্ব পাড়ার ঘটনা জানাজানি হতেই চাইল্ড লাইনে খবর যায়। চাইল্ড লাইনের তৎপরতায় হাঁসখালী থানায় তৃণমূল নেতা ও তার ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত সোহেল গোয়ালী গ্রেপ্তার হয়।তাকে সোমবার আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এরপর এদিন রাতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করে প্রভাকর পোদ্দারকে গ্রেপ্তার করে পুলিশ।

আদালতে তোলার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোন কথাই বললেন না হাঁসখালি ধর্ষণের ঘটনায় আরেক অভিযুক্ত প্রভাকর পোদ্দার। এদিন তাকে রানাঘাট মহাকুমা আদালতে তোলা হয়।