ব্রেকিং নিউজ রাজ্য

তৃণমূল পঞ্চায়েত সদস্যার ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

বুধবার জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের সাঁকোয়াঝোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তেলিপাড়া এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। পঞ্চায়েত সদস্যার নাম সীমা দাস। এদিন সকালে নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।

খবর ছড়িয়ে পড়তেই কাতারে কাতারে মানুষ ভিড় জমান পঞ্চায়েত সদস্যার বাড়ি। প্রতিবেশীদের বয়ান অনুযায়ী, এমনিতেই হাসি খুশি স্বভাবে মানুষ ছিলেন সীমা। কিন্তু তার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না পরিবারের সদস্য থেকে শুরু করে প্রতিবেশী ও দলীয় কর্মী সমর্থকরা।

তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, বিগত কয়েকদিনে ওনার চালচলনে কোন পরিবর্তন লক্ষ্য করা যায়নি। কাজেই সেই পঞ্চায়েত সদস্যা কেন এমন ঘটনা ঘটালো সেই নিয়ে দ্বন্দ্বে সকলেই। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিন্নাগুরি ফাঁড়ি এবং বানারহাট থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই মৃত্যুর ঘটনার সঠিক তদন্তের দাবি করেছেন।