মালদার মোথাবাড়ি থানার উত্তর ঢেলপাড়া এলাকায়। বাড়ির পাশে বাঁশ বাগানে এক একাদশ শ্রেণির ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই স্কুল ছাত্রের নাম প্রণব মন্ডল। বয়স ১৮ বছর। তার পরিবারে রয়েছে বাবা- সুভাষ মন্ডল, মা- রেখা মন্ডল। এছাড়াও পরিবারে রয়েছে তিন ভাই ও এক বোন। পরিবারের ছোট প্রণব। প্রণব স্থানীয় পঞ্চানন্দপুর সুখী হাই স্কুলের একাদশ শ্রেণীতে পড়াশোনা করত।
পরিবার সূত্রে আরো জানা গেছে, অন্যান্য দিনের মতো আজ সকালে সে ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে পরিবারের সদস্যরা বাড়ি থেকে প্রায় ৫০ মিটার দূরে বাঁশ বাগানে তার ঝুলন্ত দেহ দেখতে পান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার পুলিশ। এরপর মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৃত স্কুল ছাত্রের বাবা সুভাষ মন্ডল জানান, “আমার ছেলে অন্যান্য দিনের মতো আজ সকালেও বাড়ি থেকে সকালবেলায় বেরিয়ে যায়। বাড়ি না আসায় আমরা খোঁজাখুঁজি করলে দেখতে পাই, বাড়ি থেকে প্রায় কিছুটা দূরে বাঁশ বাগানে তার ঝুলন্ত দেহ। তবে কি কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো আমার ছেলে বুঝে উঠতে পারছি না।” ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই ছাত্রের পরিবারসহ গোটা গ্রামে।