জেলা ব্রেকিং নিউজ

বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

মঙ্গলবার সকালে গ্রামের সক্রিয় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় গ্রামের একটি পুকুর পাড় থেকে । প্রথমে এই মৃতদেহ নজরে আসে গ্রামের মানুষের। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

জানা গিয়েছে, এই বিজেপি কর্মী গতকাল সন্ধ্যার পর আর বাড়ি ফেরেননি । তাঁর পরিবারের লোকজনেরা তাকে খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ পাননি। আজ সকালে স্থানীয় লোকের নজরে আসে তাঁর ঝুলন্ত মৃতদেহ।

নিহত এই বিজেপি কর্মীর নাম পূর্ণচন্দ্র লাহা (৪০)। তিনি বীরভূম মল্লারপুর থানার অন্তর্গত বড়তুর গ্রামের বাসিন্দা বলে জানা যায়। তাঁর এই মৃত্যু ঘিরে বেশ ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, যেহেতু তিনি গ্রামে বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন, এই দলের সঙ্গে যুক্ত থাকার জন্যই শাসক দলের কর্মীরা তাকে খুন করেছে। তারপর এইভাবে গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁর মৃতদেহ । বিজেপির তরফ থেকেও একই অভিযোগ উঠে এসেছে। গ্রামের অন্যান্য বিজেপি কর্মীরাও অভিযোগের আঙুল তুলছেন তৃণমূলের দিকেই।

বিজেপি কর্মীর মৃত্যুর খবর গ্রামে ছড়াতেই বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে এই মৃত্যু আত্মহত্যা নাকি খুন তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি । মৃতদেহের ময়নাতদন্ত করলেই সত্য উদঘাটন হবে বলে অনুমান।