টুকরো খবর ব্রেকিং নিউজ

টাকার অভাবে হারিয়ে যেতে বসেছে হস্তশিল্প

সরকারি অনুদান থেকে আবাসের ঘর সবকিছুতেই বঞ্চিত তারা।ভোটের আগে কি আসবে তাদের সুদিন? সেই আসাতেই বুক বাঁধছে মুর্শিদাবাদের শিল্পিরা। আসে একের পর এক ভোট! মেলে মিথ্যা প্রতিশ্রুতি। কিন্তু আজও বদলায়নি মুর্শিদাবাদের ডাহাঁপাড়ার হস্তশিল্পীদের ভাগ্যচক্রের নিত্য জীবন কাহিনি।

জাতিগত ব্যবসাকে ধরে রাখতে আজও শত বাধার মধ্যে দিয়েও বিলুপ্তির পথে হস্ত শিল্পীরা। তবে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে প্রতিনিয়তই পিছিয়ে পড়ছে জেলার বহু প্রাচীন এই শিল্প যা সকলেই বৃত্তি নামে চেনে।

সরকারি অনুদান থেকে- আবাসের ঘর- সবকিছু থেকেই বঞ্চিত হয়ে, কার্যত কোনরকমে দিন গুজরান করে চলেছে এইসব শিল্পীরা। মূলত মাছ ধরা ও চাষের কাজে ব্যবহৃত জিনিসপত্র তৈরি করে তা বাজারে বিক্রি করেই চলে ডাহাঁপাড়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দাদের নিত্য জীবন।

তাই একের পর এক ভোট গিয়েছে নেতা মন্ত্রীদের প্রতিশ্রুতিও তালিকাভুক্ত হয়েছে তবে হয়নি তাদের ভাগ্যচক্রের কোন পরিবর্তন। আজও মেলেনি সরকারি কোনো সাহায্য।

তাই ফের আবার এগিয়ে আসছে পঞ্চায়েত ভোট আর এই ভোটের আগেই কি আসবে সুদিন সেই অপেক্ষাতেই কার্যত দিন কাটাচ্ছে ডাহাঁপাড়ার বৃত্তি শিল্পীরা।