২৪ জন যুদ্ধবন্দি ঘরে ফেরায় স্বস্তির হাওয়া। এতদিন আশঙ্কায় কাটানো বন্দিদের অবশেষে মিলল মুক্তি। প্রায় সাত সপ্তাহ পরে মুক্তি পাওয়ায় অপহরণ হওয়া ২৪ জনের পরিবারে আনন্দ-উচ্ছ্বাস।
উল্লেখ্য, ৮ অক্টোবর ইজরায়েলি এবং অন্য দেশের নাগরিকদের ইজরায়েল থেকে বন্দি করে নিয়ে যায় হামাস। ওই ২৪ জন বন্দিকে অবশেষে মুক্তি দিল হামাস।
ইসরায়েল ও গাজা সীমান্তবর্তী কেরেম শালোম ক্রসিংয়ে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাস ১৩ ইসরায়েলি, ১০ থাই নাগরিক এবং একজন ফিলিপিনো সহ ২৪ বন্দিকে মুক্তি দেয়।চারদিনের যুদ্ধবিরতি চুক্তির অধীনে বন্দীদের অদলবদলের প্রথম পর্যায়ের অংশ হিসেবে মুক্তিটি ঘটেছে।তাদের স্থানান্তরের আগে, ইসরায়েলি বন্দি , যাদের মধ্যে নারী ও ৪ জন শিশুও ছিল, তাদের মেডিকেল পরীক্ষা করা হয়েছিল।এরপরে তাদের ইসরায়েলি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের মুক্তি দেওয়া হয়। অবশেষে তাদের পরিবারের সাথে তারা পুনরায় মিলিত হয়। স্বস্তির হাওয়া পরিবারগুলিতে।