ইজরায়েলি পণবন্দিদের উপর নির্মম নির্যাতন চালাচ্ছে প্যালেস্তাইনের উগ্রপন্থী সংগঠন হামাস, এমনটাই দাবি করেছেন ইজরায়েল সরকার।আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন অভিযোগ করেছেন প্যালেস্তেনীয় সশস্ত্র গোষ্ঠী হামাস অন্তত ৪০ জন ইজরায়েলি শিশুকে নৃশংস ভাবে খুন করেছে। বৃহস্পতিবার তিনি বলেন, “গোয়েন্দা সূত্রে আমরা সুনির্দিষ্ট খবর পেয়েছি, অন্তত ৪০ জন ইজরায়েলি শিশুকে গলা কেটে হামাস জঙ্গিরা খুন করেছে।” শিশুহত্যার ‘সচিত্র প্রমাণ’ আমেরিকার হাতে রয়েছে বলেও দাবি করেন তিনি।
বুধবার রাতে আমেরিকার ইহুদি জনগোষ্ঠীর নেতাদের সঙ্গে বৈঠকের পরে বাইডেন বলেন, ‘‘আমাদের শিশুদের জঙ্গিরা গলা কেটে খুন করেছে, এমন ছবি দেখতে হবে বলে সত্যিই কখনও ভাবিনি।’’ শনিবার রকেট হানা এবং প্যারাগ্লাইডারে চড়ে ইজরায়েল ভূখণ্ডে হামলার পাশাপাশি স্থলপথেও অনুপ্রবেশ করেছিল হামাস বাহিনী। গাজা সীমান্তে ইজরায়েলের তৈরি ইস্পাতের ‘দি গ্রেট স্মার্ট ফেন্স’ ভেঙে ঢুকে পড়ে প্রায় দু’শো জনকে বন্দি করেন হামাস যোদ্ধারা। অপহৃতদের মধ্যে অনেক নারী এবং শিশুও রয়েছে। ইজরায়েলের পাশাপাশি অপহৃতদের তালিকায় আমেরিকার বেশ কয়েক জন নাগরিকও রয়েছেন বলে জানিয়েছেন বাইডেন।
তিনি জানিয়েছেন, ইজরায়েলে লাগাতার রকেট হামলা করছে হামাস বাহিনী। ইজরায়েল ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশও করছে তারা। গাজা সীমান্তে ইজরায়েলি সেনার তৈরি বাঙ্কার ভেঙে ফেলে ভেতরে ঢুকে সাধারণ মানুষকে পণবন্দি করে নিয়ে গেছে হামাস বাহিনী। শিশুদের গলা কেটে খুন করা হচ্ছে তাদের বাবা-মায়ের সামনেই। এমন নৃশংস নির্যাতন দেখে মর্মাহত বিশ্ব।