২০২১ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে অর্ধেকের বেশি ভারতীয় করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন। অর্থাৎ, ১৩০ কোটির দেশে ৬৫ কোটির নাগরিকের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে যাবে। এই মত করোনা বিষয়ক সরকারি প্যানেলের। প্যানেল সদস্য তথা কানপুর আইআইটি’র অধ্যাপক মনীন্দ্র আগরওয়াল জানান, অঙ্কের হিসেবে এখনও পর্যন্ত দেশের ৩০ শতাংশ নাগরিক করোনা আক্রান্ত, যা ফেব্রুয়ারিতে ৫০ শতাংশে পৌঁছবে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে করোনায় আক্রান্ত ৭৫ লক্ষের উপর ভারতীয়। সংক্রমণের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ভারত। তবে, সেপ্টেম্বর মাসের মাঝামাঝিতে সংক্রমণ শিখর ছোঁয়ার পর ক্রমশ কমছে আক্রান্তের সংখ্যা। গড়ে দৈনিক ৬১,৩৯০ কোভিড পজিটিভ রিপোর্ট আসছে।
এই প্যানেলের মতে, বর্তমান করোনাভাইরাস যে গতিতে ছড়াচ্ছে তা সরকারের সেরোলজিক্যাল সার্ভের হিসেবের থেকে বেশি দ্রুত। সেরোলজিক্যাল সার্ভের মতে, সেপ্টেম্বর পর্যন্ত দেশের ১৪ শতাংশ করোনা আক্রান্ত। সেরো সমীক্ষায় সংক্রমণের সঠিক হিসেব তুলে ধরা সম্ভব নয়। গাণিতিক মডেলের উপর ভিত্তি করেই তাঁরা একটি রিপোর্ট কেন্দ্রের কাছে জমা দিয়েছে।
পুজোর পরে এবং শীতে সংক্রমণ গ্রাফ ঊর্ধ্বমূখী হতে পারে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের। তবে একইসঙ্গে প্যানেলের মত সঠিক ভাবে বিধিনিষেধ মেনে চললে আগামী বছরেই নিয়ন্ত্রণে আসবে করোনা। ইতিমধ্যেই ভারতের কোনও কোনও অঞ্চলে যে গোষ্ঠী সংক্রমণ সীমিত সংখ্যায় হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন তা স্বীকার করে নেন।