করোনাভাইরাসের জেরে ২২৩ বছরের দ্বিতীয়বারের মতো ভারত থেকে বাতিল হল হজযাত্রা। ভারতের হজ কমিটি মঙ্গলবার বিবৃতি জারি করে নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল। করোনা দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারতও। সংক্রমণ এখন নিম্নমুখী হলেও কাটেনি বিপদ। করোনা পরিস্থিতির কারণে এই বছরও হজ সীমিত পরিসরেই পালন করা হবে বলে জানিয়ে দিয়েছে সৌদি আরবের উমরাহ এবং হজ মন্ত্রক। হজ চলাকালীন সেদেশে বসবাসকারী সীমিত সংখ্যক লোকেজনকেই প্রবেশাধিকার দেওয়া হবে বলে স্পষ্ট করেছে সৌদি আরবের হজ মন্ত্রক।
এই পরিস্থিতিতে স্বভাবতই ভারত থেকে হজে যাওয়ার কোনও উপায়ই রইল না। চলতি বছরের মতো হজের সমস্ত আবেদনপত্র খারিজ করে যাত্রা বাতিলের কথা জানিয়ে দিয়েছে ভারতের হজ কমিটি। হজ পালনের সম্ভাব্য তারিখ ১৭ জুলাই। প্রত্যেক বছর বিশ্বের প্রায় ২৫ লাখ মানুষ হজ পালনের উদ্দেশ্য সৌদি আরব যান।
আনুমাণিক ২ লক্ষ মানুষ যান ভারত থেকে। কিন্তু করোনা সংক্রমণের জেরে ২০২০ সালে ২২২ বছরে প্রথমবার বাতিল হয় হজ। গতবছর ওই দেশে বসবাসকারীদের নিয়ে সীমিত পরিসরে হজের আয়োজন করে সৌদি। সংক্রমণ ঠেকাতে বিদেশিদের আগমনে ছিল নিষেধাজ্ঞা। মাত্র এক হাজার সৌদি নাগরিক ও সেখানে অবস্থানরত বিদেশিদের হজের অনুমতি দিয়েছিল সে দেশের সরকার।
You must be logged in to post a comment.