রাজ্য

Hair Care: চুলের যত্নে জেনে নিন ঘরোয়া টোটকা

চুল হল বাহ্যিক সৌন্দর্যের অন্যতম প্রতীক। তাই প্রতিটি মানুষই ঘন, কালো, মজবুত চুল চান। তবে এই চুলই যখন ঝরে পড়তে শুরু করে, তখনই দেখা দেয় সমস্যা। প্রথম প্রথম অল্প চুল পড়তে শুরু করলেও তারপরে অনেক চুল পড়তে শুরু করে দেয়। বিশেষজ্ঞদের কথায়,আমাদের শরীরে নানা অঙ্গের প্রয়োজন পুষ্টি। তেমনই চুলেরও পুষ্টির প্রয়োজন। চুলে পুষ্টির অভাব হলেই চুল পড়তে শুরু করে।

সেই কারণে অবশ্যই আপনাকে হেয়ার মাস্ক ব্যবহার করতে হবে। চুলে পুষ্টির জোগান দিতে গেলে হেয়ার মাস্কের ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে হেয়ার মাস্ক চুলের পুষ্টি জোগায় তাই চুল থাকে সুস্থ। তাহলে দেখে নিন কোন দুই হেয়ার মাস্ক চুলে লাগালেই আপনি পাবেন ঘন মজবুত চুল-

• কলা ও ডিমের হেয়ার মাস্ক:

এক্ষেত্রে একটি কলা এবং ডিমের সাদা অংশের প্রয়োজন। প্রথমে ভালো করে কলা চটকে নিয়ে এর মধ্যে ডিমের সাদা অংশ মিশিয়ে নিন।তারপর মাথায় এই মিশ্রণটি মেখে নিন। মাথায় এক থেকে দুই ঘন্টা এই মাস্কটি রেখে শ্যাম্পু করে ধুয়ে নিন।এই হেয়ার প্যাকটি চুলের জন্য খুবই উপকারী। এক্ষেত্রে মাথায় থাকা অতিরিক্ত তেল পরিষ্কার হয়। এছাড়া কলায় থাকা পটাশিয়াম চুলের গ্রোথ বাড়ায়। পাশাপাশি ডিমে থাকা প্রোটিন চুলকে মজবুত করে।

• মেথি বীজের হেয়ার মাস্ক:

এক্ষেত্রে আপনার চুলের দৈর্ঘ্য অনুযায়ী পরিমাণ মতো মেথি দুই কাপ জলে মিশয়ে নিন। তারপর মিক্সিতে এই মিশ্রণটি ভালোভাবে পেস্ট করে নিয়ে মাথার ত্বক সহ চুলেও এই মিশ্রণটি লাগান। এরপর দুই ঘন্টা এই মিশ্রণটি মাথায় রেখে শ্যাম্পু করে ধুয়ে নিন। এক্ষেত্রে মেথির মধ্যে থাকা আন্টিঅক্সিডেন্ট চুলের স্বাস্থ্য ভালো রাখতে পারে।চুল হয় ঘন,কালো এবং মজবুত।