মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঘাপটি মেরে লুকিয়ে ছিল এক ব্যক্তি। সকলের নজর এড়িয়ে সারারাত সেখানেই থাকে ওই ব্যক্তি। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আজ সেই ব্যক্তিকে আলিপুর আদালতে তোলা হয়েছে।
সূত্রের খবর, শনিবার রাতে আচমকা নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়ে ওই ব্যক্তি। পরের দিন সকালে কালীঘাট থানার পুলিশ আটক করে ওই ব্যক্তিকে। রাজ্যের মুখমন্ত্রী জেড ক্যাটাগরির নিরাপত্তা পান। তার বাড়িতে কিভাবে নজর এড়িয়ে বাইরের লোক ঢুকে পড়ল?
পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতের নাম হাফিজুল মোল্লা। বয়স ৩২। বাড়ি হাসনাবাদে। ভারতীয় দণ্ডবিধির ৪৫৮ নম্বর ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবারই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। সোমবার তাকে আলিপুর আদালতে তোলা হলে তার ১১ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে, হাফিজুল নাকি লালবাজার ভেবে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েছিলেন। কিন্তু এত রাতে লালবাজারেই বা এভাবে যাওয়ার কারণ কী, তাও এখনও স্পষ্ট হয়নি। নেহাত ভুলবশত নাকি রয়েছে কোন বড় কারণ? তার মানসিক অবস্থা খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।