জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মহিলার। জানা গেছে, শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় বছর ২৪ -এর প্রতিমা মন্ডল সরকারের।
পরিবার সূত্রে জানা যায়, মছলন্দপুর ঘোষপুর এলাকার নিমাই চন্দ্র মন্ডলের স্ত্রী প্রতিমা মন্ডল ৬ দিন আগে জ্বরে আক্রান্ত হন। এরপর টেস্ট করালে ডেঙ্গু ধরা পড়ে তার। বাড়িতেই ৬ দিন ধরে চিকিৎসা চলছিল। শুক্রবার সকালে হঠাৎই পেটে ব্যথা শুরু হলে পরিবারের লোকেরা তড়িঘড়ি বাউগাছি প্রাথমিক হাসপাতালে নিয়ে যান প্রতিমাকে। এরপর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে হাবড়া হাসপাতালে রেফার করা হয়।
প্রতিমা মন্ডলের স্বামী নিমাই চন্দ্র মন্ডল জানান, বাড়িতে চিকিৎসার পর একেবারে সুস্থ হয়ে গিয়েছিলেন। জ্বর ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু শনিবার ভোর থেকে হঠাৎ তার পেটে ব্যাথা শুরু হলে প্রথমে বাউগাছি প্রাথমিক হাসপাতালে ও পরে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কিন্তু হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা মহিলাকে মৃত বলে ঘোষণা করে। তবে পরিবারের লোকেদের দাবি ডেঙ্গু জ্বরে এই মৃত্যু হয়েছে।